হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ১৭ হাজার ৪৬৫ জনে। এ সময় আরও ১২ হাজার ১৪৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২৭টি করোনা পরীক্ষাগারে ৪৫ হাজার ৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭টি। পরীক্ষায় আরও ১২ হাজার ১৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১১৩ জন ও নারী ৭৪ জন। তাঁদের মধ্যে ১৪৭ জন সরকারি, ২৮ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও ১২ জন বাড়িতে মৃত্যুবরণ করেছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১২ হাজার ১৬৬ জন পুরুষ (৬৯.৬৬ ভাগ) ও পাঁচ হাজার ২৯৯ জন নারী (৩০.৩৪ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও আট হাজার ৫৩৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল নয় লাখ ১৪ হাজার ৩৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৯৬ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬১ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব সাতজন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ৩০ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৬ জন এবং ষাটোর্ধ্ব ১০১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকায় ৬৮ জন, চট্টগ্রামে ৩৬ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে আটজন, সিলেটে নয়জন, রংপুরে ছয়জন ও ময়মনসিংহে সাতজন রয়েছেন।
Discussion about this post