হার্টবিট ডেস্ক
দক্ষিণপূর্ব এশিয়াতে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট বাড়তে থাকায়, এই অঞ্চলে বেশ কয়েকটি দেশে চীনে তৈরি সিনোভ্যাক টিকার কার্যকারিতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধী যে সাতটি টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অনুমোদন দিয়েছে, তাদের মধ্যে একটি সিনোভ্যাক। এই টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা এখনো চলমান। তবে, এখন পর্যন্ত প্রাপ্ত উপাত্তে এটি অন্যগুলো চাইতে কম কার্যকর বলে দেখা যাচ্ছে।
ইন্দোনেশিয়াতে এখন পর্যন্ত যত টিকা দেওয়া হয়েছে, তার ৯০ ভাগই চীনের সিনোভ্যাকের টিকা। কিন্তু এরইমধ্যে এই টিকার কার্যকারিতা নিয়ে জনমনে দ্বিধা তৈরি হয়েছে।
দেশটিতে সম্প্রতি পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানী জাকার্তার এক তৃতীয়াংশ বাসিন্দা এখনো টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। এর পেছনে সিনোভ্যাক টিকার কার্যকারিতা নিয়ে তৈরি সংশয়কে প্রধান কারণ হিসাবে দেখা বলা হয়েছে।
তবে, সমীক্ষায় দেখা গেছে দেশটির নাগরিকদের একটি বড় অংশই টিকা নিতে আগ্রহী। হাতে কাছে যে টিকাই পাওয়া যাবে সেটি গ্রহণে তাদের আপত্তি নেই।
বর্তমানে ইন্দোনেশিয়াতে করোনার সংক্রমণের উর্ধগতি চলছে। দ্বিতীয় ঢেউ শুরুর আগে দেশটিতে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সিনোভ্যাক টিকা করোনা প্রতিহত করতে ৯৪ শতাংশ কার্যকর এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯৬ ভাগ কমিয়ে দিচ্ছে।
কিছু দিন আগে, উরুগুয়ে সিনোভ্যাক টিকার ওপর এক সমীক্ষার ফলাফল প্রকাশ করে জানিয়েছে, চীনে তৈরি এই টিকা করোনার সংক্রমণ ঠেকাতে ৬১ ভাগ কার্যকর। আর হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমিয়ে দেয় ৯২ ভাগ, আর মৃত্যু ঠেকাচ্ছে ৯৫ ভাগ।
Discussion about this post