হার্টবিট ডেস্ক
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পাথর ভাঙার একটি কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় জহুরা বেগম (৩৮) নামে নারী শ্রমিকের ডান হাত দুই টুকরো হয়ে যায়। দুর্ঘটনার ৮/৯ ঘণ্টা পর জহুরাকে ও তার টুকরো হয়ে যাওয়া হাতের অংশ নিয়ে আসা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এই রোগীর বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস রচনা করেছেন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের পাঁচ চিকিৎসক। শুক্রবার (৯ জুলাই) রাত নয়টা থেকে ভোর পাঁটটা পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো হয়।
অস্ত্রোপচার টিমের তত্ত্বাবধানে ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান। সদস্য হিসেবে ছিলেন সিওমেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মাসুদ হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. তওফিক আলম সিদ্দীকী, অ্যানেস্থেসিয়া ডা. এন এ শোভন ও ডা. পল্লব।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে জহুরা বেগম নামের ওই রোগীকে প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। এর পর রাত ১০টার দিকে শুরু হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারে জহুরা বেগমের কাটা পড়া হাতের হাড় পুনঃসংযোগ ও স্নায়ু-রক্তনালিকার পুনঃসংযোগ (নিউরোভাসকুলার এনাস্টোমোসিস) করা হয়। রক্তনালিকায় রক্ত প্রবাহ নিশ্চিত করে তারা আরেকটি সফল অপারেশন শেষ করেন।
সিওমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘গত ৯ জুলাই বিকেলে একজন রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোগীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন ছিল। আর মাইক্রো সার্জারির সব যন্ত্রপাতি সিওমেকে নেই। তাৎক্ষণিক সিওমেক হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও সার্জারির পর্যাপ্ত লোকবল না থাকায়, স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।’
টিমের সদস্য ডা. মাসুদ হোসেন বলেন, ‘ডা. আব্দুল মান্নান স্যার এর আগে একটি আঙ্গুল ও একটি হাত রিপ্লানটেশন করেছেন। সেই হিসেবে হয়তো রোগীর স্বজনরা তথ্য পেয়ে রোগীকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা স্যারকে জানান। এরপর স্যার বিস্তারিত দেখার পর, অপারেশন করার জন্য বলেন। ওই দিন রাত নয়টার দিকে অপারেশন শুরু হয়, ভোর পাঁচটার দিকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
টিম প্রধান ডা. আব্দুল মান্নান বলেন, ‘একজন মানুষের হাত আছে, আরেকজন মানুষের হাত নেই। এতে পার্থক্য করলেই বোঝা যায়। মানুষের একটি আঙ্গুল নষ্ট হলেও আমাদের কাছে অনেকে লজ্জায় কাপড় পেচিয়ে আসেন। হাত মানুষের শারীরিক একটি সৌন্দর্য। হাত ফিরিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ, তা বোঝানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘মানুষের হাত যদি না থাকে, ইলেকট্রিক হাত লাগান। তাতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ হবে। সেই হাতও স্বাভাবিক হাতের মত বেশি কাজ করবে না। নিজের হাতের অনুভূতিই আলাদা রকম। এই হাত রিপ্লেস করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। রোগীর অবস্থা উন্নতি দিকে। হাতটি স্থায়ী হয়ে গেলে ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘একটা মানুষের হাত কেটে গেলে জোড়া লাগানোর বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত। ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিছু সুযোগ আছে, কিন্তু সুনির্দিষ্ট একটি পদ্ধতি দরকার। কাটা হাত সঠিকভাবে না নিয়ে আসার কারণে অনেক হাতের সাফল্যজনক অপারেশন করা যায় না। হাত সংযুক্ত করতে যথাযথ প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। আর না হয়, অপারেশনের পর টিকার সম্ভাবনা কম, হাত লাগাতে নির্দিষ্ট নিয়ম মানতে হয়।’
তিনি আরও বলেন, ‘২০১৯ সালে আমি যখন প্রথম হাত প্রতিস্থাপন করলাম, তখন ভাবলাম কিভাবে হাতটাকে প্রিজার্ভ করে নিয়ে আসা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সরকারিভাবেই পরিকল্পনা হওয়া উচিত, যেটাকে রিপ্লানটেশন সেন্টার বলে। যেখানে একটা ডেডিকেটেড টিম থাকবে। যেখানেই হাত কাটা যাবে, রোগী চলে আসলে সবসময়ের জন্য তাঁরা প্রস্তুত থাকবে এবং কাটা হাত নিয়ে আসলেই সহজে রিপ্লানটেশন করতে পারবে। এটা একজন চিকিৎসকের পক্ষে সম্ভব না। এখানে আট থেকে ১০ জন চিকিৎসক প্রয়োজন হয়। আর দুইটা টিম হলে ভালো হয়।’
তিনি আরও বলেন, ‘জোড়া লাগানো হাত ভালো হওয়ার পর, হাত দিয়ে দৈনন্দিন সব কাজ করা সম্ভব। রোগী প্রথমে খুবই চিন্তার মধ্যে ছিল, হাত ভালো হবে কি হবে না। এর আগে সফলভাবে একটি হাত লাগানোর গল্প আছে, তখন আমাদের উপর নির্ভর হয়েছেন। টিমের সদস্যরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।’
এক নজরে ডা. মো. আব্দুল মান্নান
ডা. আব্দুল মান্নান রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এমবিবিএস থেকে সম্পন্ন করেন। তিনি ২০০২ সাল থেকে প্লাস্টিক সার্জারি নিয়ে কাজ করছেন। তিনি ২০০৮ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ডা. আব্দুল মান্নান ২০০৮ সালে এমসিপিএস ও ২০১২ সালে এফসিপিএস এবং ২০১৩ সালে এমসিপিএস (প্লাস্টিক সার্জারি) ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৮ সালে সিলেটের বড়লেখা উপজেলার হাকালুকি সাব-সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) প্লাস্টিক সার্জারিতে দায়িত্ব পালন করেন।
ডা. আব্দুল মান্নানের বাড়ি সিলেটের বড়লেখা উপজেলায়। ছোটবেলা থেকে তাঁর ইচ্ছা ছিল নিজ জেলার মানুষের সেবা করার। তাঁর স্ত্রী একজন চিকিৎসক। তিন সন্তানের জনক তিনি।
২০১৪ সালে ঢাকা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারিতে বদলি হয়ে যান। বর্তমানে তিনি সিওমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। সিলেটে একমাত্র প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ হিসেবে দেশব্যাপী ডা. আব্দুল মান্নানের সুনাম ছড়িয়ে পড়েছে।
Discussion about this post