হার্টবিট ডেস্ক
করোনার টিকা নিতে দেশে সোয়া কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর জানিয়েছে, টিকা নিতে এক কোটি ২৫ লাখ দুই হাজার ১৬৫ জন মানুষ আজবৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নিবন্ধন করেছেন।
প্রসঙ্গত, দেশে এখন চারটি টিকা দেওয়া হচ্ছে। এরমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জনকে। ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৬ হাজার ৯৮১ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২৫৯ জনকে।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হয়েছে এক লাখ ১২ হাজার ৫৭১ জনকে।
করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ জানুয়ারি নিবন্ধন শুরু হয়ে গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। আর এই শুরুটা হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। কিন্তু ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে ক্রমেই এ টিকার মজুত কমে আসে। এতে গত ২ মে’র পর টিকা নিতে নিবন্ধন স্থগিত করা হয়।
তবে চীনের সঙ্গে চুক্তি এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার বায়োএনটেকের এবং মডার্নার টিকা আসায় আবার নিবন্ধন শুরু হয় গত ৭ জুলাই থেকে।
আর গত ১২ তারিখে জেলা-উপজেলায় সিনোফার্ম আর দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়ার মাধ্যমে আবারও দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
Discussion about this post