হার্টবিট ডেস্ক
করোনার মধ্যেও প্রবল হয়ে উঠছে ডেঙ্গু, বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তার মধ্যে ৭৯ জনই ঢাকায়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩০৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২৯৯ জন, আর বাকি ৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ৯৯৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬৯০ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
Discussion about this post