হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পূর্ণাঙ্গরূপে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন) চালুর নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকে হেমাটোলজি বিভাগের ‘সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি’ পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।
ডা.শারফুদ্দিন আহমেদ বলেন, কাজের দক্ষতা বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। গবেষণাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা ও গবেষণার গুণগত মানের উন্নয়ন সাধনে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রম আরও জোরদার করতে হবে বলেও জানান বিএসএমএমইউ ভিসি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহ উদ্দীন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post