ডা. নাজিরুম মুবিন
মেডিকেল অফিসার, মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
ক্যানসারে আক্রান্ত রোগীরা কোভিড-১৯ এর টিকা নিতে পারবেন কি না, তা নিয়ে রোগী ও তাদের পরিবাররা দ্বিধাদ্বন্দে ভুগছেন। ক্যানসার চিকিৎসার নীতিমালা তৈরি করে এমন সব কয়টি আন্তর্জাতিক সংস্থা ক্যানসার রোগীদের টিকা নিতে উদ্বুদ্ধ করছে। তাদের দেওয়া নির্দেশনার প্রধান কয়টি তুলে ধরছি।
১. স্তন ক্যানসার, ফুসফুস ক্যানসার, জরায়ু মুখের ক্যানসার, যকৃৎ ক্যানসার, অগ্ন্যাশয়ের ক্যানসারসহ সব ধরনের ক্যানসারে আক্রান্ত রোগী চিকিৎসার যেকোনো সময়েই টিকা নিতে পারবেন।
২. ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে যাঁদের কেমোথেরাপি চলছে, তাঁদের রক্তে শ্বেতকণিকা (ডাব্লিউবিসি) এর পরিমাণ ঠিক থাকলে টিকা নিতে পারবেন।
৩. যেসব ক্যানসার রোগীর অস্ত্রোপচার (অপারেশন) করা প্রয়োজন, তাঁরা অস্ত্রোপচারের পর কিছুদিন অপেক্ষা করেই টিকা নিতে পারবেন।
৪. যাঁদের অস্থিমজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপন হয়েছে বা সেলুলার থেরাপি চলছে, তাঁরা প্রতিস্থাপন বা সেলুলার থেরাপির তিন মাস (যুক্তরাষ্ট্রের নীতিমালা অনুযায়ী) বা ছয় মাস (ইউরোপীয় নীতিমালা অনুযায়ী) পরেই টিকা নিতে পারবেন।
ক্যানসার রোগীর রোগ প্রতিরোধক্ষমতা অন্যদের চেয়ে অনেক কম থাকে। ফলে তাঁরা খুব সহজেই নানা রকমের সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। কোভিডের উচ্চতম ঝুঁকিতে আছেন তাঁরা। তাই ক্যানসার রোগীদের দ্রুততম সময়ে কোভিড-১৯ এর টিকা নেওয়া উচিত।
Discussion about this post