হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯৮৭ জন চিকিৎসক। মঙ্গলবার (১৩ জুন) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশনের (বিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরা চলে গেছেন তিনজন ডেন্টাল সার্জন ও ১৬৪ জন চিকিৎসক। ঢাকা জেলা ৮৫৮ জন, চট্টগ্রাম জেলায় ৪৯২ জন ও সিলেট জেলায় ৩৪৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, এ তিন জেলায় চিকিৎসকরা করোনায় আক্রান্ত হয়েছেন বেশি।
করোনায় আক্রান্ত ও মারা যাওয়া চিকিৎসকদের প্রণোদনার বিষয়ে বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘এ পর্যন্ত ছয়জন চিকিৎসক প্রণোদনা পেয়েছেন। আমরা স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটিতে তালিকা পাঠিয়েছি। একমাস আগেও প্রণোদনার বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি।’
করোনা মোকাবিলায় বেসরকারি চিকিৎসকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় করোনা নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি চিকিৎসকরাও অবদান রেখে চলেছেন। স্বাস্থ্য ব্যবস্থায় দেশে বেসরকারি চিকিৎসকদের অবদান ৬৫ ভাগ। সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের চিকিৎসকদের প্রণোদনার বিষয়ে সরকারের কাছে আমরা জোর দাবি জানাই।
Discussion about this post