হার্টবিট ডেস্ক
গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশের ৩৭ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ৪৮ জন। এর মধ্যে খুলনায় ১৪ জন, যশোরে ১০, কুষ্টিয়ায় ৯, ঝিনাইদহে ৫, মেহেরপুরে ৩, নড়াইলে ৩, চুয়াডাঙ্গায় ২ এবং বাগেরহাট ও সাতক্ষীরায় দুইজনের মৃত্যু হয়েছে।
গত একদিনে চট্টগ্রাম বিভাগে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১০ জন, কুমিল্লা ও চাঁদপুরে ৩ জন করে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন এবং কক্সবাজার, খাগড়াছড়ি ও নোয়াখালীর তিনজন রয়েছে।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে মারা গেছে ১৯ জন। এদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনা, নওগাঁ ও নাটোরে ৩ জন করে মোট ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, সিরাজগঞ্জ ও বগুড়ায় দুইজন মারা গেছেন।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ১৮ এবং জামালপুরে একজন মারা গেছে।
এদিকে, বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। এদের মধ্যে ১১ জন বরিশালের এবং ৬ জন বরগুনার। আর রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ৭ জন, দিনাজপুরে ৩, রংপুরে ২ এবং নীলফামারী ও গাইবান্ধার দু’জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগে ৫ জনের মধ্যে সিলেটের ৪ জন এবং হবিগঞ্জের একজন রয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১৬ জন, মাদারীপুরে ৩ এবং টাঙ্গাইলে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post