হার্টবিট ডেস্ক
করোনা আক্রান্ত ও পজিটিভ হয়ে খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে আরও ১৯ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ ও ৫ জন করোনা উপসর্গের রোগী। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়ার এ তথ্য জানা গেছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সেখানে সকাল ৮টা পর্যন্ত ১৯৫ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৫ জন করোনা পজিটিভ ও ৫ জন করোনা উপসর্গের রোগী। মৃত করোনা পজিটিভদের মধ্যে ৪ জন খুলনার ও একজন বাগেরহাটের।
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সকাল ৮টা পর্যন্ত সেখানে ৭৬ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। তারা হলেন– খুলনার রূপসার আইচগাতির কালাম সরদার (৭৮), সিংহের চরের তাসলিমা (৪৫), ডুমুরিয়ার সৈয়দ মুজিবুর রহমান (৮০) ও চিত্তরঞ্জন মণ্ডল (৮০)।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। তাদের মধ্যে খুলনার ৩ জন ও বাগেরহাটের একজন রয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ৪৫টি বেডে সকাল সোয়া ৮টা পর্যন্ত ৪৪ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। মারা গেছেন একজন। তিনি হলেন– খুলনার সোনাডাঙ্গার আলমগির মল্লিক (৬৫)।
Discussion about this post