হার্টবিট ডেস্ক
আসন্ন ঈদ-উল-আযহার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা হচ্ছে না।
সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
ঢাবি মেডিসিন অনুষদের ডিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে যেহেতু লকডাউন শিথিলের সিদ্ধান্ত আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, পরীক্ষা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় খুলতে হবে। ঈদের পরে বিশ্ববিদ্যালয় খোলা হবে। এর ভিত্তিতেই পরীক্ষার নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে। তাই ঈদের আগে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা হচ্ছে না।
এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে ঢাবির মেডিকেলগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়। ওই দিন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবীর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। এ নিয়ে চতুর্থ দফায় পিছিয়ে যায় স্বাস্থ্য সেবার সনদ পাওয়ার এ পরীক্ষা।
ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত জরুরি নোটিশে বলা হয়েছে, ‘এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সরকারের নির্দেশনানুযায়ী আগামী সোমবার (২৮ জুন) হতে সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হইয়াছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সকল সরকারি/বেসরকারি মেডিকেল এবং সকল সরকারি/বেসরকারি নার্সিং কলেজ অনুষ্ঠিতব্য Final Professional MBBS Exam November-2020 (New), January-2021 (Old) Curriculum & 3rd, 4th year B.Sc. in Nursing July-2021 পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হইল।’
পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও নোটিশে বলা হয়েছে।
Discussion about this post