হার্টবিট ডেস্ক
করোনা মহামারিতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দান করেছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। ঢাকার মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে হস্তান্তর করেন।
এ সময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় করোনার উর্ধ্বগতির সময় এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতাল কর্তৃপক্ষ দাতাদের ধন্যবাদ জানান।
নতুন যুক্ত ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৯০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে। এসব অক্সিজেন সিলিন্ডারের প্রতিটির ধারণক্ষমতা ১৪০০ লিটার।
Discussion about this post