হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখায় কর্মরত ২৪ কর্মকর্তা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন । রোববার (১১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত ২৪ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর তৃতীয় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়ন করা হল।
এতে বলা হয়েছে, পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ইমেইলে (per2@hsd.gov.bd) প্রেরণ করবেন। এমনকি জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-
১. ডা. মুহাম্মদ আব্দুর রহিম (৩৯০৯৭), পরিচালক, ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা।
২. ডা. মো. মোতাহারুল ইসলাম (৩৯১০৮), পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর।
৩. ডা. একেএম সরওয়ার আলম (৩৮৯৩৫), মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) (মেডিকেল এন্টোমোলজি), আইইডিসিআর, মহাখালী, ঢাকা।
৪. ডা. মো. ইকবাল হোসাইন (৩৬১৯৩), যুগ্ম-পরিচালক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।
৫. ডা. হিমাংশু লাল রায় (৩৯৪৪৫), পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, মহাখালী, ঢাকা।
৬. ডা. মো. সামসুল হক (৩৯৩৯০), পরিচালক, ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা ও লাইন ডিরেক্টর, এমএনসিএন্ডএএইচ, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা।
৭. মোস্তফা খালেদ আহমদ (৩৯৪৫৩), পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, মহাখালী।
৮. ডা. জসিম উদ্দিন হাওলাদার (৩৮৪৭৮), পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা।
৯. ডা. লাইলী আকতার (৩৯৩৬৫), পরিচালক (ডেন্টাল), স্বাস্থ্য অধিদফতর, মহাখালী।
১০. ডা. বিধান চন্দ্র ঘোষ (৩৯৪০৬), পরিচালক, ৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ।
১১. ডা. হাসিনা বেগম (৩৯৪৬৬), মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) (জুনোসিস), আইইডিসিআর, মহাখালী, ঢাকা।
১২. ডা. মো. রবিউল হাসান (৩৯৪১৩), পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
১৩. ডা. কাজী শামীম হোসেন (৩৯২৭৫), পরিচালক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর।
১৪. ডা. এফএম মুছা আল মানছুর (৩৯৩৩৬), পরিচালক, ওএসডি, স্বাস্থ্য অধিদফতর ও প্রকল্প পরিচালক, বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপন শীর্ষক প্রকল্প।
১৫. ডা. মো. হাবিবুর রহমান (৩৯৪৮০), পরিচালক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।
১৬. ডা. মো. আব্দুস শাকুর (৩৯৪২৩), পরিচালক, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা।
১৭. ডা. মো. হাফিজ উদ্দীন (৩৯২৮৬), পরিচালক, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর।
১৮. ডা. রাশেদা সুলতানা (৩৯৪২৭), পরিচালক (আইপিএইচ), স্বাস্থ্য অধিদফতর, মহাখালী।
১৯. ডা. হাসান শাহরিয়ার কবীর (৩৯৪৮৮), বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
২০. ডা. সুলতানা রাজিয়া (৩৯২৯৪), বিভাগীয় পরিচালক, (স্বাস্থ্য) সিলেট।
২১, ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত (৩৯৪৮৯), পরিচালক, ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা।
২২. ডা. মো. খুরশীদ আলম (৩৯৩৫৪), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর ও লাইন ডিরেক্টর, হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট।
২৩. ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম (৩৯২৯৮), পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতর, মহাখালী।
২৪. ডা. উম্মে আজিজ নাসিমা খন্দকার (৩৯৩৭৪), অধ্যক্ষ (পরিচালক সমমান), আইএইচটি, ঢাকা।
Discussion about this post