হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের ডেল্টাভ্যারিয়েন্ট এর পর ল্যামডা ভ্যারিয়েন্ট এখন নতুন আতঙ্কের নাম। গত চার সপ্তাহে ৩০টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে ল্যামডা। এই ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও বিপজ্জনক বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটেনেও কয়েকজনের দেহে করোনার নতুন ধরন ল্যামডার অস্তিত্ব পাওয়া গেছে।
গত বছর ডিসেম্বরের দিকে লাতিন আমেরিকর দেশ পেরুতে ল্যামডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। পেরুতে গত মে থেকে জুনে ৮২ শতাংশ মানুষ ল্যামডায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী চিলিতে এই হার এক-তৃতীয়াংশ। এটি ইঙ্গিত দেয়,করোনাভাইরাসের মূল স্ট্রেইনের চেয়ে এটি বেশি সংক্রামক।
করোনার নতুন নতুন ধরণে বেশ ভুগতে হচ্ছে বিশ্বকে। ভারতীয় ধরণ ডেল্টার সংক্রমণের মধ্যেই ল্যামডা ভ্যারিয়েন্টের সংক্রমণ ভাবিয়ে তুলছে গবেষকদের। দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ল্যামডা বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম।
বিশেষজ্ঞরা বলছেন,ভারত, যুক্তরাজ্য ও ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্ট যথাক্রমে ডেল্টা,আলফা ও গামার তুলনায় ল্যামডা সম্ভবত বেশি ছোঁয়াচে। এমনকি এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকায় কার্যকর সুরক্ষা পাওয়া যাবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) ২৩ জুন ল্যামডাকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করে।
যদিও এই ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক তা এখনও পুরোপুরি নির্ণয় করা সম্ভব হয়নি। কিন্তু বিজ্ঞানীরা করোনার এই ধরণটি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
Discussion about this post