হার্টবিট ডেস্ক
কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) বেলা ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার বেলা ১০টা পর্যন্ত ২৬৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৯৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৭৪ জন।
কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ হাজার ৫৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৬৮ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে।
নতুন করে শনাক্ত হওয়া ২৭৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ১২৬ জন, দৌলতপুরের ৪১ জন, কুমারখালীর ৭২ জন, ভেড়ামারার ২৩ জন, মিরপুরের আটজন ও খোকসার সাতজন।
Discussion about this post