হার্টবিট ডেস্ক
করোনা আক্রান্তদের শরীরে নতুন এক ভাইরাসের সংক্রমণ খুঁজে পেয়েছেন ভারতের চিকিৎসকরা।
সাইটোমেগালোভাইরাস নামের এই জীবাণু করোনা থেকে সরে ওঠা রোগীদের শরীরে থেকে দূর হচ্ছে না। সম্প্রতি দিল্লির গঙ্গা রাম হাসাপাতালে বেশ কয়েক জন করোনা রোগীর শরীরে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। বিপুল রক্তক্ষরণ হয়ে একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, জ্বরসহ প্রবল পেটব্যথা এই ভাইরাসের সংক্রমণের প্রধান উপসর্গ। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার রোগীদের জন্য এই ভাইরাস প্রাণঘাতী হয়ে উঠতে পারে। রক্ত, মূত্র, লালারসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। মূলত খাদ্যনালীতেই সংক্রমণ ঘটায় এটি।
Discussion about this post