হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩২ জেলায় ১৬৯ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা বিভাগ। গেল ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় ১৭ জন, যশোরে ১৭ জন, কুষ্টিয়ায় ১৪ জন এবং সাতক্ষীরায় ৬ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে ২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের ৯ জন, কুমিল্লায় ১০ জন, লক্ষ্মীপুরে ২ জন, চাঁদপুরে ২ জন এবং নোয়াখালী ও খাগড়াছড়িতে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ১২ জন, ঝালকাঠির ৫ জন, বরগুনা ৩ জন ও পিরোজপুরের একজন মারা গেছেন।
ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৪ জন। এদের মধ্যে ময়মনসিংহের ১৭, নেত্রকোনায় ২, জামালপুরে ৩ এবং শেরপুরে দু’জন মারা গেছেন।
বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের ১২ জন, ঝালকাঠির ৫ জন, বরগুনা ৩ জন ও পিরোজপুরের একজন।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১৮ জন। এর মধ্যে দিনাজপুরে ৬ জন, রংপুরে ৫ জন, পঞ্চগড়ে ৩, ঠাকুরগাঁওয়ে ৩ এবং কুড়িগ্রামে একজন মারা গেছেন।
রাজশাহী বিভাগে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, নওগাঁয় ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার একজন। খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে সিলেটের দু’জন, সুনামগঞ্জের দু’জন এবং মৌলভীবাজারের একজন মারা গেছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৭ জন মারা গেছেন।
Discussion about this post