হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনায় সম্মুখযোদ্ধা চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যোগ দিলেন আরও তিনজন চিকিৎসক। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাঁরা।
করোনায় মৃত্যুবরণকারী চিকিৎসকরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজেদ আলী মিয়া, পটুয়াখালী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ হাফিজ উদ্দিন ও তরুণ চিকিৎসক ডা. জেসমিন শান্তা।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজেদ আলী মিয়া আজ বিকালে সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
এদিকে শুক্রবার রাত ১১ টা ১৫ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পটুয়াখালী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ হাফিজ উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন গাজীপুর সিটি মেডিকেল কলেজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. জেসমিন শান্তা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।
Discussion about this post