হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) রোগীদের চিকিৎসার নামে চিকিৎসকদের গণবদলির তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)। একইসঙ্গে গণবদলি বাতিল ও স্বাস্থ্য প্রশাসনে যোগ্য ব্যক্তিদের পদায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৬ জুলাই) রাতে এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান এফডিএসআরের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন এবং মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও অপতৎপরতার ফলে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইরত ফ্রন্টলাইনার চিকিৎসকগণ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অতিসম্প্রতি প্রেষণে পদায়নের যে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেখানে বেসিক মেডিকেল সায়েন্সের শিক্ষক, দাঁত ও চোয়ালের রোগের বিশেষজ্ঞ ও ল্যাবরেটরি সায়েন্স তথা মাইক্রোবায়োলজিস্ট, প্যাথলজিস্ট, পাবলিক হেলথের চিকিৎসকদের কোভিড হাসপাতালে পদায়ন করা হয়েছে। সাথে একাধিক মৃত চিকিৎসককেও নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘শুধু তাই নয় এই গণবদলি আদেশে কোনো চিকিৎসকের পদ-পদবীর উল্লেখ নেই। যা সরকারি চাকরির সম্মানসূচক নামোল্লেখের রীতির ইচ্ছাকৃত ব্যত্যয়। এ ধরনের যুক্তিহীন ও বিবেচনাহীন তুঘলকি নির্দেশ চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এই কাণ্ডজ্ঞানহীন গণবদলির ফলে কোভিড রোগীর চিকিৎসা সেবা যেমন ব্যাহত হবে, তেমনি চিকিৎসক মৃত্যুর ঝুঁকিও বাড়বে। পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষকদের বদলি করার ফলে বর্তমানে চলমান মেডিকেল শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, কোভিড-১৯ নিয়ন্ত্রণে যোগ্য ও মেধাবী জনবলকে সম্পৃক্ত করে ও স্বাস্থ্য প্রশাসনে অথর্ব লোকজনের কর্তৃত্ব দূর না করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করে এ ধরনের উদ্ভট কাজকর্ম মূলত সরকারকে ও জনগণকে বিভ্রান্ত করে একধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার শামিল।
গণবদলি বাতিল চেয়ে বলা হয়, এফডিএসআরের পক্ষ থেকে এই অযৌক্তিক পদায়নের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই ও অবিলম্বে এই পদায়নের ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে স্বাস্থ্য প্রশাসনের সকল স্তরে যোগ্য ব্যক্তিদের পদায়ন করার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়াও অবিলম্বে এই পদায়ন বাতিল করে, নতুনভাবে যৌক্তিক ও প্রয়োজননির্ভর (নিড বেসড) তালিকা করে চিকিৎসকদের সেবাপ্রদান নিশ্চিত করা হোক। পাশাপাশি তাদের জন্য সকল ভৌত সুবিধা যেমন জরুরী ভিত্তিতে বাসস্থান, খাদ্য , যাতায়াত ও প্রণোদনা প্রদান করা হোক।
Discussion about this post