হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক ওষুধ কোম্পানির ভ্যাকসিনের দুতি ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আরেকটি ডোজ নিলে দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলে একটি গবেষণায় এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দুই ডোজ টিকায় যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার চেয়ে ১০ গুণ বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে তৃতীয় ডোজ। তবে তৃতীয় ডোজ কতটা কার্যকর তা নিয়ে আরও তথ্য প্রকাশের পর আগস্ট মাসে তৃতীয় ডোজের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে জরুরি ব্যবহারের অনুমোদন চাইবে প্রতিষ্ঠানটি।
এতে আরও বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী করোনা অতিমারী শুরু হওয়ার পর থেকে ডেল্টা ভাইরাসটির সবচেয়ে সংক্রামক স্ট্রেন। আর ভাইরাসের এই মূল স্ট্রেনের বিরুদ্ধে আরও প্রতিরোধ শক্তি তৈরি করার জন্য প্রয়োজন ভ্যাকসিনের তৃতীয় ডোজ।’
Discussion about this post