হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সার্জারি অনুষদের ডিন ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।
বুধবার (৭ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডাঃ হয়েফ উদ্দীন আহমদ, ডীন, সার্জারি অনুষদ ও অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, বিএসএমএমইউ-কে বর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।’
শর্তগুলো হলো
ক. প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ তিন বছর হবে;
খ. প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
গ. তিনি বিধি অনুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যানা সুযোগ-সুবিধা ভোগ করবেন;
ঘ. প্রো-ভাইস-চ্যান্সেলরর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(২) ধারা অনুযায়ী তাঁর
দায়িত্ব পালন করবেন; এবং
ঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ছয়েফ আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তিনি দীর্ঘদিন বিএসএমএমইউতে সফলতার সঙ্গে সার্জারি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে।ডা. ছয়েফ উদ্দীন আহমেদ নিজ এলাকায় বিভিন্ন সামজিক কর্মকান্ডের সাথেও জড়িত। গ্রামের বাড়ি নাজিরাবাদ সাহেব বাড়িতে স্থাপিত সাহেববাড়ি ফাউন্ডেশন এর মাধ্যমে এবং নানাবাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুরশা খাগাউড়া সাহেব বাড়িতে স্থাপিত তার নানা দেওয়ান মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদের মাধ্যমে তিনি প্রতিমাসে বিনামুল্যে দরিদ্র, অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা (১৯৮৩) ক্রীড়া সম্পাদক, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৮৮৪-৮৫) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী পরিষদের নির্বাচনে (২০০৩) প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের তিনবারের সিন্ডিকেট মেম্বার, বাংলাদেশ সোসাইটি অব ব্রেস্ট সার্জনস এর সভাপতি, এশিয়ান সোসাইটি অব ব্রেস্ট সার্জনস এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অব সার্জনস এবং বাংলাদেশ সোসাইটি অব লেপারোস্কোপিক সার্জনস এর কার্যকরী কমিটির সদস্য।
ডা. ছয়েফ উদ্দীন আহমেদ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) কর্তৃক প্রকাশিত জার্নালের রিভিও প্যানেলের মেম্বার।
Discussion about this post