হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সেবায় টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নিম্নরুপভাবে কুইক রেসপন্স টিম পুনর্গঠন করা হলো।’
টিমের লিডার নির্বাচন হয়েছেন প্রশাসন অধিশাখার অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার। এছাড়া আটজনকে টিমের সদস্য করা হয়েছে।
টিমের কার্যপরিধি:
১. স্বাস্থ্য সেবা বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী করোনায় আক্রান্ত হলে, উক্ত টিম তার বা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে ঔষধ ও চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
২. করোনায় আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন আকারে অতিরিক্ত সচিব (প্রশাসন অধিশাখা)-এর নিকট দাখিল করবেন।
৩. কমিটি প্রয়োজন অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post