হার্টবিট ডেস্ক
সংরক্ষণ জটিলতার কারণে মর্ডানার টিকা শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় দেয়া যাবে। আগামী দশ দিনের মধ্যে মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির এই টিকা দেয়া শুরু হবে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এসব কথা সাংবাদিকদের জানান। এ সময় গণটিকার কার্যক্রম শিগগিরই চালু হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘মর্ডানার টিকা শিগগিরই আমরা প্রয়োগ শুরু করে দেব। সে ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তরা পাবেন মডার্নার টিকা। যারা আগে নিবন্ধন করেছেন, তারাই আগে টিকা পাবেন’।
মডার্নার টিকা প্রয়োগ ১০ দিনের মধ্যে শুরু হতে পারে জানিয়ে অধ্যাপক খুরশীদ আলম বলেন, যিনি যে কেন্দ্রে নিবন্ধন করাবেন তিনি নির্দিষ্ট কেন্দ্রেই টিকা পাবেন। যারা মডার্নার টিকা নিতে আগ্রহী তাদেরকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করাতে হবে। তবে সবখানেই অগ্রাধিকারপ্রাপ্তদের এই টিকা দেয়া হবে।
কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য গেল শুক্র ও শনিবার দুই দফায় মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠায় যুক্তরাষ্ট্র।
মডার্নার তৈরি টিকা ১৮ বছর বা এর বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় ।
তবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা ১২ ঘণ্টা ব্যবহারের উপযোগী থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরিমধ্যে জানিয়েছে, মডার্নার টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর। আর মর্ডানা বলেছে, তাদের টিকা সব ধরনের করোনা ঠেকাতে পারে।
এর আগে, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স ফাইজারের তৈরি ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা দিয়েছে বাংলাদেশকে, যা ৩১ মে দেশে পৌঁছায়।
Discussion about this post