হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস প্রাথমিকভাবে শ্বাসনালী এবং ফুসফুসে সংক্রমণ ঘটালেও, তার সুদূরপ্রসারী ফলের কথা এখন অনেকটাই পরিষ্কার। বিশেষ করে স্নায়ুর ওপর তার প্রভাবের কথা চিকিৎসকেরা অনেক দিন ধরেই বলে আসছেন। সেই স্নায়ুর প্রভাবই গিয়ে পড়ে মস্তিষ্কের ওপরও।
এতোদিন চিকিৎসকরা বলছিলেন, করোনার প্রভাবে মস্তিষ্কের কাজে নানা ধরনের গণ্ডগোল দেখা দেয়। কিন্তু সম্প্রতি গবেষণায় উঠে এসেছে আরও একটি সমস্যার কথা। দেখা যাচ্ছে, কোভিডের কারণে মস্তিষ্কে তুলনায় বিরল সমস্যাও হচ্ছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ‘গুলেন বারি সিনড্রম’।
সম্প্রতি আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক’-এর তরফে নতুন একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মস্তিষ্কের ওপর কোভিডের প্রভাব সম্পর্কে এতো দিন আমরা যা যা ভেবে এসেছি, আসলে প্রভাব তার চেয়েও আরও জটিল হতে পারে। সে প্রসঙ্গেই বলা হয়েছে ‘গুলেন বারি সিনড্রম’- (জিবিএস) এর কথা।
কী এই ‘গুলেন বারি সিনড্রম’?
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক হ্রাস পেলে জিবিএস ভাইরাস আক্রমণ করতে পারে। এটি অন্য ভাইরাসের মতো সংক্রামক নয়। ফলে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই, তবে চিকিৎসা বেশ ব্যয়বহুল।
সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, জিবিএস বা ল্যান্ড্রির প্যারালাইসিস, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণকারী অ্যাকিউট বা তীব্র পলিনিউরোপ্যাথি রোগ। এর ফলে হাত-পা দ্রুত দুর্বল হয়ে পড়ে।
এ দুর্বলতা দুই সপ্তাহের মধ্যে তীব্র রূপ নিয়ে স্থিতিশীল অবস্থায় থাকে। পাঁচজনে একজনের দুর্বলতা ৪ সপ্তাহ পর্যন্ত অগ্রসর হতে থাকে। ঘাড়ের পেশিও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অনেকেরই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসাড়তার কারণে মুখের পেশি দুর্বল, খাবার গিলতে অসুবিধা, চোখের পেশি দুর্বল হয়ে যায়। তবে ৮ ভাগের ক্ষেত্রে দুর্বলতা শুধু পায়েই সীমাবদ্ধ থাকে।
এর ফলে অনেকেই পক্ষাঘাতে আক্রান্ত হতে পারেন। অনেকের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসা না করালে রোগীর বড়ো বিপদও হতে পারে।
Discussion about this post