হার্টবিট ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ইয়গ্যাকারতা শহরে ড. সারজিত জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকটে সপ্তাহ শেষে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের যোগান দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রাণ হারায় ৬৩ জন অসহায় করোনা রোগী। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানা গেছে, সিলিন্ডার পাল্টাতে কালক্ষেপণ হওয়ায় এমনটি ঘটেছে।
হাসপাতালের পরিচালক রুকমিনো শিষ্যশান্ত রোববার এক বিবৃতিতে বলেন, অবশেষে আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছিলাম। ইয়গ্যাকারতা পুলিশ প্রশাসনও আমাদের ১০০টি সিলিন্ডার দিয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।ক্রমবর্ধমান করোনা রোগীতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া সরকার। হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে করোনা রোগীর ভিড়, কোয়ারেন্টাইন সেন্টারগুলোকে আবার ঢেলে সাজাতে হচ্ছে।
জাকার্তা ও আশপাশের শহরের বাসিন্দাদের অক্সিজেনের জন্য সিলিন্ডার হাতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে রেকর্ড পরিমাণ মৃত্যু হয়। প্রায় ৩ হাজার ২৯৮ জন করোনা ভাইরাসে প্রাণ হারায়। ইন্দোনেশিয়া ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কোভিডে ভুগছে বেশ কয়েক সপ্তাহ ধরে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন।
দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন।
Discussion about this post