হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৪ জন। আর এ সময়ে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। মহামারিকালে একদিনে এটি মৃত্যু এবং শনাক্তর সবোচ্চ হিসাব। এই হিসাবে এ পর্যন্ত মোট মারা গেলেন ১৫ হাজার ২২৯ জন এবং শনাক্ত ৯ হাজার ৯৬৪ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে একদিনেই মৃত্যু হয়েছে ৫৫ জনের।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, খুলনা বিভাগে গতকাল (৪ জুলাই) মারা গেছেন ৫১ জন, ৩ জুলাই মারা গেছেন ৩৯ জন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুলনা বিভাগে সর্বোচ্চ রোগীর মৃত্যু হচ্ছে। এর আগে গত ২ জুলাই মারা যাওয়া ১৩২ জনের মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন।
এর আগে ১ জুলাই মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে খুলনা বিভাগের ছিলেন ৪৬ জন। তারও আগে গত ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার, গত ২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৩৬ জন এবং ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে খুলনা বিভাগের পর রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪০ জন। এরপর চট্টগ্রাম বিভাগের ১৮ জন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জন করে, বরিশাল বিভাগের ৯ জন, সিলেট বিভাগের আট জন এবং ময়মনসিংহ বিভাগের মারা গেছেন দুই জন।
Discussion about this post