হার্টবিট ডেস্ক
ভোলায় হঠাৎ করেই বেড়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে প্রতিদিনই বেশি শিশু রোগী ভর্তি হচ্ছে। এজন্য এক বেডে দুই শিশু চিকিৎসা নিচ্ছে। কোনও কোনও বেডে তিন জনও চিকিৎসা নিচ্ছে। গত ১ জুলাই থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত এই হাসপাতালে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ২২৪ শিশু রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক ডা. আব্দুল মাজেদ শাকিল বলেন, ‘আমার এখানে ধারণক্ষমতার চেয়ে প্রতিদিন বেশি রোগী ভর্তি হওয়ায় বেডের সংঙ্কট রয়েছে। হাসপাতালের ডাক্তার সংঙ্কটের পাশাপাশি নার্স ও স্টাফ সংঙ্কটও রয়েছে। রোগীদের চিকিৎসা দিতে আমরা হিমশিম খাচ্ছি। তারপরও আমরা অনেক কষ্ট করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’
আবাসিক চিকিৎসক ডা. নিরুপম সরকার সোহাগ বলেন, ‘চলতি বর্ষা মৌসুমের কারণে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালে ১০টি শিশু বেড থাকলেও প্রতিদিন হাসপাতালে ৫০-৬০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। রবিবার দুপুর ২টা পর্যন্ত ৫২ জন ভর্তি হয়েছে। এজন্য বেডের সংঙ্কট থাকায় এক বেডে দুই রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে স্যালাইন ও ওষুধের কোনও সংঙ্কট নেই। তবে ডাক্তার, নার্স ও স্টাফ সংঙ্কট রয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ জুলাই ৫৩ জন, ২ জুলাই ৬৩ জন, ৩ জুলাই ৫৬ জন ও ৪ জুলাই দুপুর পর্যন্ত ৫২ জন শিশু সেখানে ভর্তি হয়েছে।
Discussion about this post