হার্টবিট ডেস্ক
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৩ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুলাই) বগুড়ায় মোট ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। আর টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত ১১২ জনের মধ্যে বগুড়া সদরে ১০০ জন, শিবগঞ্জে তিন জন, আদমদীঘি, কাহালু ও শাজাহানপুরে দুই জন করে, শেরপুর, ধুনট ও গাবতলী উপজেলায় একজন করে রয়েছেন। জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ০১ শতাংশ।
এ পর্যন্ত বগুড়ায় মোট ১৪ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১ জন। মোট সুস্থের সংখ্যা ১২ হাজার ৮৩৯ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯৩২ জন।
Discussion about this post