হার্টবিট ডেস্ক
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।
শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২৭ জুন থেকে ৩ জুলাই) করোনার নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ১১ হাজার ৩০০টি। আর গত সপ্তাহে (২০ জুলাই থেকে ২৬ জুলাই) করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৭৬ হাজার ৮৭৮টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ১৯ দশমিক ৪৬ শতাংশ।
একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ১১৮ জন আর গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৩৫ হাজার ১১১ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ৫১ দশমিক ২৯ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৩৪৫ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ২০ হাজার ৭০৮ জন। অর্থাৎ সুস্থ হওয়ার হারও বেড়েছে ৩৬ দশমিক ৮৮ শতাংশ।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫৯ জন আর গত সপ্তাহে মারা গেছেন ৫৮৭ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ।
Discussion about this post