হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাসের আরও একটি টিকা পেতে যাচ্ছে ভারত। এ টিকা তৈরি করছে জাইডাস ক্যাডিলা। টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে ইতোমধ্যে আবেদনও করা হয়েছে।
এ পর্যন্ত যেসব টিকা অনুমোদন পেয়েছে সেগুলো হয় দুই ডোজের, নয় এক ডোজের। তবে জাইডাস ক্যাডিলার এ টিকাটি তিন ডোজের। টিকাটি শিশুদের জন্য খুবই সুরক্ষিত বলেও দাবি জাইডাসের।
এ টিকার আরও একটি বিশেষ বৈশিষ্ট হলো এটি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া লাগে না।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এখন পর্যন্ত বছরে ১২ কোটি টিকা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জাইডাস ক্যাডিলা। এ টিকাটি অনুমোদন পেলে ভারতের হাতে মোট পাঁচটি টিকা থাকবে। এতে টিকা দেওয়ার গতি বাড়বে।
দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অভিজ্ঞতা থেকে ভারতে তৃতীয় ঢেউ মোকাবিলায় বা ডিসেম্বরের মধ্যে দেশে সকল প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনতে চায়।
Discussion about this post