হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতায় শাহবাগে বেতার ভবনের জায়গায় শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক পপুলেশন ল্যাব বা ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বিএসএমএমইউর ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে।’
অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কমিউনিটি ক্লিনিককে সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতা স্মারকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মহিলাদের জরায়ু মুখ ও স্তুন ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধি, নিবন্ধন, স্ক্রীনিং এর জন্য রেফারাল, পজিটিভ মহিলাদের চিকিৎসা ব্যবস্থা, গবেষণার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করা সম্ভব হবে।’
এদিকে, একই স্থানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসের একটি প্রতিনিধি দলের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সভা হয়। সভায় আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে বিভিন্ন বিভাগে উচ্চতর কোর্স চালু, উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, উচ্চতর প্রশিক্ষণ, সেবা বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
Discussion about this post