হার্টবিট ডেস্ক
সিনোফার্মের করোনাভাইরাসের টিকা নিতে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে অনেকেই ভিড় করছেন। সকাল থেকেই হাসপাতালটিতে টিকা দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ৪০০ জনকে টিকা দেওয়া হবে। প্রথমে হাসপাতালটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়। এরপর দীর্ঘবিরতি শেষে সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হলো।
হাসপাতালটির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ কে এম সরওয়ারুল আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ৪০০ জনকে এ টিকা দেওয়া হবে। আমরা পুনরায় সবাইকে এসএমএস এর মাধ্যমে তথ্যটি জানিয়ে দিচ্ছি। প্রথম দিন হিসেবে অনেকের মধ্যেই সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি জানান, আমরা আগে নিবন্ধিত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। সরকারেরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। যতদিন সরকারের পক্ষ থেকে টিকার কার্যক্রম পরিচালনা করতে বলা হবে ততদিন চলবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
হাসপাতাল সূত্র জানায়, প্রথমবার প্রায় দুই ডোজ মিলে হাসপাতালটিতে ৩৮ হাজার টিকা দেওয়া হয়েছিল। আগের নিবন্ধনকারীদের মধ্যে প্রায় ৪ হাজার এখনো টিকা নেননি। তাদের অগ্রাধিকার ভিত্তিতে আজ থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।
Discussion about this post