হার্টবিট ডেস্ক
রাজধানীতে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির আরও একটি নমুনা সংগ্রহ কেন্দ্র চালু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বুধবার থেকে ধানমন্ডির ৭৫৪/বি সাতমসজিদ রোড ঠিকানায় এর কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ সময়মতো সঠিক রোগনির্ণয় এবং এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কীভাবে দেশে বিদ্যমান সমস্যা মোকাবিলায় সচেষ্ট সে বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘ধানমন্ডিতে এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু করা, নির্ভুলভাবে রোগ শনাক্তকরণ, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিৎসকদের জীবন রক্ষাকারী ভূমিকায় সহায়তা আইসিডিডিআর,বি-র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মন্ডল বলেন, ‘সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে সেবাগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব।’
প্রতিষ্ঠানটি জানায়, নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। তবে এই কেন্দ্রে কোভিড-১৯ পরীক্ষার নমুনা নেয়া হবে না। সেজন্য মহাখালী শাখায় যেতে হবে।
উল্লেখ্য, আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতি বছর প্রতিষ্ঠানের ঢাকা ও মতলব হাসপাতালে আসা দুই লাখেরও বেশি রোগীর চিকিৎসাসেবায় সহায়তা করে।
Discussion about this post