হার্টবিট ডেস্ক
২০১০ সাল হতে রেসিডেন্সি ও নন রেসিডেন্সি বিভিন্ন কোর্স থেকে আউট হওয়া শিক্ষার্থীদের একবারের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডাইরেক্টর এবং অনুষদের ডিনের মাধ্যমে শিক্ষার্থীকে আগামী ১১ জুলাইয়ের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
গত ২৬ জুন বিশ্ববিদ্যালয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ কথা জানানো হয়।
নোটিসে বলা হয়েছে, ২০১০ সাল হতে এই বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি ও নন রেসিডেন্সি বিভিন্ন কোর্সের ভর্তি হয়ে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণপূর্বক অকৃতকার্য হয়ে কোর্স আউট হয়েছেন তারা আসন্ন জুলাই ২০২১ইং সেশনে একবারের জন্য পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডাইরেক্টর এবং অনুষদের ডিনের মাধ্যমে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আগামী ১১ জুলাই ২০২১ ইং তারিখের মধ্যে আবেদন করবেন।
নোটিস অনুযায়ী, নন-রেসিডেন্সি এমডি, এমএস, এমফিল ও এমএমইডি ১ম, ২য় ও ফাইনাল পর্ব এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী সাত হতে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রেসিডেন্সি প্রোগ্রাম এমডি ও এমএস ফেইজ-A (Year-1,2) এবং B এর সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিকস এবং ডেন্টাল অনুষদের পরীক্ষা ১৭ ও ১৮ আগস্ট এবং বেসিক সায়েন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ হতে ২৬ আগস্ট পর্যন্ত।
আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের পদ্ধতি
১. পরীক্ষার ফিস উল্লেখিত ব্যাংক হিসাবে জমা দিয়ে জমাদানের রশিদ প্রদর্শনপূর্বক পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ১০৫ নম্বর কক্ষ সংলগ্ন অফিস কক্ষ হতে পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. ব্যাংকে টাকা জমাদানের রশিদের অপর পৃষ্ঠায় প্রত্যেক পরীক্ষার্থী তার নাম, কোর্স ও পর্ব লিখে আবেদন ফরমের সাথে সংযুক্ত করবেন।
৩. বিএসএমএমইউ পরীক্ষার্থীগণ পূরণকৃত আবেদন ফরম ও প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সংশ্লিষ্ট অনুষদের কোর্স কো-অর্ডিনেটর/কোর্স ডাইরেক্টর ও বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষদের ডিন মহোদয়ের কার্যালয়ে উপরোল্লেখিত নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে।
৪. মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইনস্টিটিউট প্রধানের জন্য প্রযোজ্য:
পরীক্ষার ফরম যথাযথভাবে পূরণ করা হয়েছে কিনা তা প্রয়োজনীয় কাগজপত্রের সংঙ্গে মিলিয়ে বা পরীক্ষা করে দেখার জন্য মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজের অধ্যক্ষ মহোদয়/ইনস্টিটিউটের পরিচালক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানানো হলো এবং মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইনস্টিটিউট কর্তৃক যাচাইকৃত পরীক্ষার ফরম চূড়ান্ত বলে বিবেচিত হবে। পরীক্ষার্থীর ফরমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর বা অন্য কোনো বিষয় বাদ পড়লে অথবা কোন ভুল তথ্য প্রদান করলে বা কোন তথ্য গোপন করলে উক্ত ফরম বাতিল বলে গণ্য হবে। প্রতিটি ফরমের সাথে সংযুক্ত কাগজপত্রসমূহ মেডিকেল কলেজের অধ্যক্ষ/ডেন্টাল কলেজ/ইনস্টিটিউটের অধ্যক্ষ/পরিচালক/কোর্স কো-অর্ডিনেটর/কোর্স ডাইরেক্টর কর্তৃক সত্যায়িত হতে হবে।
পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী
১. আবেদনপত্র কোনো প্রকার ঘষা মাজা ছাড়া স্ব-হস্তে পূরণ করতে হবে।
২. পরীক্ষার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত ছবি আবেদনফর্মে এবং এক কপি সত্যায়িত ছবি Admit Card এর নির্ধারিত স্থানে লাগাতে হবে।
৩. সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার মার্কশিট/ফলাফলের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। অন্যথায় প্রবেশপত্র ইস্যু করা হবে না।
৪. সকল পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন/ই-রেজিস্ট্রেশন এবং প্রতিটি পর্বের যোগদানপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
৫. কোন পরীক্ষার্থী ক্যারি-অন প্রথায় ১ম ও ২য় পর্ব/year-1, 2 একই শিক্ষাবর্ষে একত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে পৃথক পৃথক আবেদন ফরম পূরণ করে কোন কোন পত্রে অবতীর্ণ হবেন, তা উল্লেখ করতে হবে। প্রতি পর্ব/year-1, 2 এর জন্য পৃথকভাবে নির্ধারিত ফি (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
৬. FCPS পাস করা শিক্ষার্থীগণ নন-রেসিডেন্সি MD/MS, Part-II, Paper-I হতে অব্যাহতিপত্র ও উল্লেখিত সনদের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৭. এমডি ও এমএস কোর্সের ফাইনাল পর্বের পরীক্ষার্থীগণকে পরীক্ষার আবেদন ফরম জমাকালীন সময়ে থিসিস জমা দিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে থিসিস বইয়ের সাথে থিসিস টাইটেল সম্পর্কিত মুচলেকা এবং IRB Clearance সার্টিফিকেটের সত্যায়িত কপি সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান/প্রধান এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন মহোদয়ের মাধ্যমে জমা দিতে হবে।
Discussion about this post