হার্টবিট ডেস্ক
করোনার সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠছে ইন্দোনেশিয়া। দেশটিতে ক্রমেই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এ জন্য ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করা হচ্ছে।
সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো টিকা গ্রহণ করেও মৃত্যু হচ্ছে মানুষের। করুণ দশা রাশিয়ারও। এদিকে ভারতে উৎপাদিত সেরামের কোভিশিল্ড টিকা নিয়ে ইউরোপ ভ্রমণে জটিলতার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেছেন, তারা দ্রুতই বিষয়টির সুরাহা করার চেষ্টা করছেন। আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বুস্টার হিসেবে তৃতীয় ডোজ দেয়ার কাজ শুরু হচ্ছে।
ভারতে করোনার সংক্রমণ এখন অনেকটাই লাগামের মধ্যে। তবে যেসব দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়েছে সেসব স্থানে পাগলা ঘোড়ার মতো ছুটছে সংক্রমণের মাত্রা। ইন্দোনেশিয়া যার মধ্যে অন্যতম। দেশটিতে গড়ে দৈনিক আক্রান্ত ২০ হাজারের বেশি মৃত্যু ৫শ’র ঘরে।দেশটির এক নাগরিক জানান, আমাদের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। ন্যূনতম অক্সিজেন পর্যন্ত নেই।
ইউরোপের দেশগুলো ভারতের ডেল্টা ও ডেল্টা প্লাস ধরন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ব্রিটিশ সরকার ১৯ জুলাইয়ের পরও বিধিনিষেধ জারি রাখার কথা জানিয়েছে। ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পার্লামেন্টে এ আভাস দেন।
অস্ট্রেলিয়া, রাশিয়ার মতো তুলনামূলক স্থিতিশীল অবস্থার দেশগুলোতেও ভারতীয় ধরনের ছোবলে নাকাল দশা।ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা যারা গ্রহণ করেছেন তাদের ইউরোপ যাত্রায় জটিলতার সৃষ্টি হয়েছে। ব্রিটেনে তৈরি এ টিকার সংস্করণ ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির সবুজ সংকেত পেলেও এ টিকার ভারতীয় সংস্করণটি আটকে গেছে। অবশ্য সেরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেছেন, তার প্রতিষ্ঠান দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডের দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবককে তৃতীয় বুস্টার ডোজ দেয়ার উদ্যোগ নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ধরন মোকাবিলায় টিকার নতুন ক্লিনিকাল ট্রায়াল হবে।সম্প্রতি জি-সেভেন বৈঠকে আমন্ত্রিত হিসেবে অংশ নেয়া ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন পশ্চিমা উদ্যোগ, ‘ভ্যাকসিন পাসপোর্টের’ বিরুদ্ধে জোরালো অবস্থান জানান।
যুক্তরাজ্যের ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনও এ ব্যবস্থার বিরোধিতা করছে। তারা বলছে, কোভিড সনদের কারণে সমাজের একটি অংশ বৈষম্যের শিকার হতে পারে।
সূত্র রয়টার্স-বিবিসি।
Discussion about this post