হার্টবিট ডেস্ক
রক্তপরীক্ষা করেই এবার ৫০ রকমের ক্যানসারের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে ইংল্যান্ডের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’। মানবশরীরে ঐ রোগ বাসা বাঁধার প্রায় সঙ্গে সঙ্গেই এই পূর্বাভাস পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত শুক্রবার (২৫ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনব রোগনির্ণয় পদ্ধতির কার্যকারিতা বুঝতে ইংল্যান্ডে বড় মাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিয়েছে নামছে এনএইচএস।
এনএইচএস জানিয়েছে, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। ক্যানসারের ঝুঁকি থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এমন ৫০ বছর ও তার ঊর্ধ্বে ব্যক্তিদের ওপর চালানো হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল।
যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ‘গ্রেল’-এর বানানো এই অভিনব রক্তপরীক্ষা পদ্ধতির কার্যকারিতা পরখ করতে ইতিমধ্যেই কয়েক দফায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। তাতে ভালো সাড়া মিলেছে বলেই ইংল্যান্ডে এই ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়েছে এনএইচএস।
গ্রেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ক্যানসারে আক্রান্ত এমন ২ হাজার ৮২৩ জন পুরুষ ও মহিলার ওপর ইতিমধ্যেই এই অভিনব পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। একই সঙ্গে এখনও ক্যানসার ধরা পড়েনি এমন এক হাজার ২৫৪ জন পুরুষ ও মহিলার ওপরেও এই ট্রায়াল চালানো হয়েছে।
এটি রোগের সমস্ত পর্যায়ে ৫১ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে ক্যান্সার উপস্থিত থাকাকালীন রিপোর্টটি সঠিকভাবে চিহ্নিত হয়েছিল এবং মাত্র দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে ক্যান্সার ভুলভাবে সনাক্ত হয়েছিল।
এটি প্রাথমিক পর্যায়ে যেমন মাথা এবং ঘাড়, ডিম্বাশয়, অগ্ন্যাশয়, ওসোফেজিয়াল এবং কিছু রক্ত ক্যান্সারের রোগ নির্ণয় করাসহ এমন অনেক কঠিন রোগ চিহ্নিত করতে সক্ষম।
বিজ্ঞানীরা বলেছে, অ্যানালস অফ অনকোলজির জার্নালে প্রকাশিত আর্টিকেল অনুসন্ধানে দেখা গেছে পরীক্ষাটি প্রায়শই কোনও লক্ষণ বা লক্ষণ উপস্থিত হওয়ার আগেই ক্যান্সারটি সঠিকভাবে সনাক্ত করছে।
Discussion about this post