হার্টবিট ডেস্ক
দীর্ঘ ভ্রমণে মাথা ঘোরা বা বমি ভাব হলে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। মোশন সিকনেসে যারা অস্বস্তিবোধ করেন, তারা এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় জেনে নিন।
- এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। চুইংগামও খেতে পারেন।
- আদা এক্ষেত্রে খুব কার্যকরী। গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা দিয়ে নিন। আদা খাবার হজমেও সাহায্য করে।
- লেবু পাতার গন্ধ বমি ভাব দূর করে।
- দীর্ঘ ভ্রমণের আগের রাতে অবশ্যই ভালোভাবে ঘুমোনোর চেষ্টা করুন।
- চলন্ত গাড়িতে বই পড়বেন না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না।
- গাড়ির জানালা খুলে রাখুন। যেন বাইরের বাতাস ভেতরে আসতে পারে।
- গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে কখনোই বসবেন না।
Discussion about this post