হার্টবিট ডেস্ক
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনা পজিটিভ ছিল। অন্যরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরআগে, রবিবার ময়মনসিংহ মেডিক্যালে দুই জন পজিটিভসহ ১০ রোগীর মৃত্যুর তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনা আক্রান্ত দুই জনের বাড়ি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায়। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনার দুই জন করে এবং শেরপুর ও টাঙ্গাইলে একজন করে রোগী রয়েছেন।
হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুই জন পজিটিভ ও ছয় জন করোনার উপসর্গ নিয়ে মোট আট জন মারা গেছেন। এছাড়া বর্তমানে করোনা ইউনিটে ১৯৩ জন রোগী ভর্তি আছেন। আইসিউতে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৩টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা সাত ৫৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪৮ জন।
Discussion about this post