হার্টবিট ডেস্ক
কঠোর লকডাউনে কর্মস্থলে যাতায়াত নির্বিঘ্ন করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুভমেন্ট পাস দিয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ রোববার (২৭ জুন) প্রতিষ্ঠানটি থেকে তাদের এ পাসের ব্যবস্থা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘আজকে বিএসএমএমইউতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিচালক স্বাক্ষরিত অফিসিয়াল মুভমেন্ট পাস দেওয়া শুরু হয়েছে।
লকডাউনে চিকিৎসকদের কর্মস্থলে আনা নেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, ‘কিছু কিছু রুটে আমাদের চিকিৎসক ও কর্মচারী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
সরকার যেহেতু ঘোষণা দিয়েছে ৫০ শতাংশ লোকবল দিয়েছে অফিস চালাতে হবে। আমরা ৫০ শতাংশ কর্মীদেরকে রোস্টার অনুযায়ী কর্মক্ষেত্রে আনবো। যেখানে যেখানে সম্ভব হয়েছে পরিবহন দেওয়া হয়েছে। বিশেষ করোনা ডিউটিতে সেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত তাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি। আর যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তারা নিজেদের গাড়িতে আসবেন, সাথে মুভমেন্ট পাস রাখবেন এবং চিকিৎসক হিসেবে যেসব কিছু পরিচয় বহন করে, তা সাথে থাকবে।’
Discussion about this post