হার্টবিট ডেস্ক
জুলাইয়ের প্রথম সপ্তাহে চীন থেকে টিকার বড় চালান আসছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এই চালান দিয়েই ৮০ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি ।
আজ সোমবার (২৮ জুন) নগরীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরের (বিবিএস) মিলনায়তনে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ প্রকাশ করা হয়। এই প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিকা প্রসঙ্গে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, টিকা নিয়ে বিশ্বে রাজনীতি চলছে। তারপরও জুলাই মাসে টিকার বড় চালান পাবো। যারা প্রবাসী তাদের সবাইকে টিকার আওতায় আনবো। তাদের দ্রুত ভ্যাকসিন দেবো। তাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী হলেন ভ্যাকসিন হিরো। ভ্যাকিসন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পারদর্শিতা অর্জন করেছি। প্রতিদিন এক কোটি ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা আছে। তবে, ভ্যাকিসন আমাদের হাতে নেই। ভ্যাকসিন নিয়ে বিশ্বে বড় পলিটিক্স চলছে। বাংলাদেশও এই পলিটিক্সের শিকার। অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা পেয়েছি। তবে, মাস্ক আমাদের হাতে আছে সবাইকে এটা যথাযথভাবে ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন, করোনার চেয়ে প্রতিবছর ৩ গুণ বেশি মানুষ মারা যাচ্ছে যক্ষ্মায়। এখন পর্যন্ত করোনায় যত মানুষ এদেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ মারা যান যক্ষায়। এছাড়া যক্ষ্মায় আক্রান্ত রোগীরা এক শতাংশ এইচআইভিতেও আক্রান্ত থাকে।
এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
Discussion about this post