হার্টবিট ডেস্ক
করোনার টিকাকে জনগণের সম্পত্তি উল্লেখ করে টিকার প্রযুক্তি সব দেশের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিআইআইএসএস আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে এমন আহ্বান জানান তিনি।
‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তায় সমসাময়িক চ্যালেঞ্জ’- শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে বিআইআইএসএস।
ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রতিবেশী দেশগুলোতে হঠাৎ কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় কোনো প্রকার বাধা-বিপত্তি ছাড়াই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে টিকা সহযোগিতায় অংশগ্রহণ করা উচিত। আমরা কোভিড টিকাকে জনসাধারণের সম্পত্তি হওয়ার দাবি করেছি। আর এটি তৈরির প্রযুক্তি ভাগাভাগি করে নেওয়াও উচিত, যেন কম মূল্যে সমস্ত দেশ উৎপাদনে যেতে পারে।
করোনা মহামারি মোকাবিলায় বৈশ্বিক ও আঞ্চলিক সমন্বয়ের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
Discussion about this post