হার্টবিট ডেস্ক
করোনার ভাইরাসের ক্রমবর্ধমান বিস্তারের লাগাম টানতে সারাদেশে কঠোর লকডাউনের প্রথম দফার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সোমবার সকাল ছয়টা থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকসা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বলা হয়েছে এই সরকারি নির্দেশনায়।
এতে আরো বলা হয়েছে সব ধরনের শপিং মল, মার্কেট, বাজার, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে, তবে এই সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইন ও টেকওয়ে সেবা দেয়া যাবে।
সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানকে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিশ্চিত করে খোলা রাখা যাবে। সেক্ষেত্রে কর্মীদের আনা-নেয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
আগামী বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আর বৃহস্পতিবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে। এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করবে সরকার।
Discussion about this post