হার্টবিট ডেস্ক
ন্যাশনাল ইনিস্টিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্বাহী আদেশে নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা অবস্থান ধর্মঘট করছেন।
শনিবার মধ্যরাত থেকে আগারগাঁওয়ে নিয়োগের দাবিতে এ কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় স্বেচ্ছাসেবীরা বলেন, প্রথম ধাপে ১৪৫ জন ও ২য় ধাপে ৫৭ জন জীবনের ঝুঁকি নিয়ে বিনা বেতনে কাজ করছেন। এরইমধ্যে তাদের প্রতিষ্ঠান থেকে ৮ লাখেরও বেশি করোনা টেস্ট করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তারা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, তাদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত হলেও প্রণোদনার আওতায় কোন আর্থিক সুবিধা পাননি। গত বছর ৩১ শে মার্চ থেকে ন্যাশনাল ইনিস্টিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়।
Discussion about this post