হার্টবিট ডেস্ক
চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
আজ শনিবার (২৬ জুন) সকালে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করেন তারা। দীর্ঘ দেড়ঘণ্টা আন্দোলন শেষে কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে যোগ দেন।
গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষদিকে তাড়াহুড়া করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি নিয়োগ ও নিয়মিতকরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করার কথা বলে।
বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করার সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়। মূলত এই বিজ্ঞপ্তির পরই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলনে নামে।
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, ‘কিছুদিন আগে আমাদের তৃতীয় ও চতুর্থ কর্মচারীদের নিয়োগ হয়েছিল। ওই নিয়োগ দেওয়ার মধ্যে পরশুদিন (২৪ জুন) সিন্ডিকেট সভায় কিছু অনিয়ম পাওয়া যায়। পরে অনিয়মগুলোকে রেগুলারেট করতে গিয়ে আপাতত নিয়োগটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার বসে নিয়োগগুলোকে রিভিউ করে একটা সিদ্ধান্তে আসা হবে। এজন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলন করেছিল। পরে ভিসি মহোদয় তাদের সাথে কথা বলেছিলেন। এখন তারা কাজে ফিরে গেছেন।’
Discussion about this post