হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ সাত ও নারী সাতজন। তাদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।
শুক্রবার (২৫ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকি সাতজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন রয়েছেন।
করোনা সংক্রমণে মৃতদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নওগাঁর একজন। উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন মৃত্যুবরণ করেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে একদিনে হাসপাতালটির করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন। হাসপাতাটির হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৫৩ জন, করোনায় আক্রান্ত রয়েছেন ১৭০ জন। এছাড়া ৪৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Discussion about this post