হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের (আইএমবি ক্যামস)-টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) অধীনে ট্রায়ালের জন্য এ টিকার অনুমোদন দিল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। আইএমবি ক্যামস-টিকার দেশীয় এজেন্ট ওয়ান ফার্মা।
বুধবার (২৩ জুন) সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আরও দুটো টিকার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কয়েকদিন আগেই দেশে একসঙ্গে তিনটি টিকা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্তের কথা জানায় বিএমআরসি। যেখানে গত বছর ওই তিন প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ারও কথা ছিল।
আইসিডিডিআর’বির সঙ্গে আইএমবি ক্যামসের প্রায় ৬০ কোটি টাকার চুক্তি হয়েছে। এর ২৫ শতাংশ টাকা চীনের এ প্রতিষ্ঠানটি আইসিডিডিআর’বিকে পাঠিয়েও দিয়েছে ট্রায়ালের জন্য।
Discussion about this post