হার্টবিট ডেস্ক
করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি ও ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক বিশেষ লকডাউনের কারণে এফসিপিএস পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। এক মাসের মধ্যে করোনার উন্নতি হলে আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষার আয়োজন করা হবে।
আজ বুধবার (২৩ জুন) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিসিপিএসের কাউন্সিলর ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই পরিস্থিতিতে কোনো পরীক্ষা গ্রহণ করতে পারছি না। আমরা পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছি। শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
সম্ভাব্য নতুন তারিখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একমাস পিছিয়ে দেবো নাকি আরও পরে নেবো—এটি করোনার পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি একমাসের মধ্যেই করোনার উন্নতি হয় ও লকডাউন উঠে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা গ্রহণ করবো। আর যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হয়তো তা আরও পিছিয়ে যাবে।’
এর আগে গতকাল পরীক্ষা গ্রহণের বিষয়ে তিনি মেডিভয়েসের এ প্রতিবেদককে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এফসিপিএস পরীক্ষা ও শিক্ষার্থীদের বিষয়ে আমরা সচেতন রয়েছি। একজন ছাত্রেরও যদি সমস্যার সম্মুখীন হতে হয়, তবে আমি ছাত্রের পক্ষেই অবস্থান গ্রহণ করবো। এই পরিস্থিতি পরীক্ষা গ্রহণের জন্য সহায়ক নয়। অনেক জেলা থেকে পরীক্ষার্থীরা আসবে। কিন্তু লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। এতো শিক্ষার্থী এক জুলাই ঢাকা আসতে পারবে না।
Discussion about this post