হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৬ জনে। এ সময় আরও ৬৩৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার (২১জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫২৮টি করোনা পরীক্ষাগারে ২৪ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ২৪ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি। পরীক্ষায় আরও চার হাজার ৬৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৭৮ জনের মধ্যে পুরুষ ৫৬ জন ও নারী ২২ জন। তাঁদের মধ্যে ৬৩ জন সরকারি, নয়জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও ছয়জন বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত মোট নয় হাজার ৭৬৮ জন পুরুষ (৭১.৬৯ ভাগ) ও তিন হাজার ৮৫৮ জন নারী (২৮.৩১ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮২৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮৫ হাজার ৪৮২ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১৯ দশমিক ২৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৮ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ্ব ৩৯ জন রয়েছেন। মৃতদের ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ২৫ জন, বরিশালে দুইজন, রংপুরে ৯ জন ও ময়মনসিংহে একজন রয়েছেন।
Discussion about this post