হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (২০ জুন) দুপুরে নিজের ফেসবুক পেইজের এক পোস্টে এসব তথ্য জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ‘করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভীষণ ছোঁয়াচে। ভাইরাসটি ধীরে ধীরে ঢাকাসহ দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। যে যেখানে যে কাজই করুন, স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চলুন।’
উত্তরবঙ্গের হাসপাতালগুলোতে করোনা রোগী সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, উত্তরবঙ্গের হাসপাতালগুলোয় করোনা রোগীতে ভরে গেছে। আমরা চাই না, ঢাকা ও দেশের অন্যান্য জেলাগুলোয় এই সমস্যা দেখা দিক।
টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন মানুষ সুরক্ষিত হয় না উল্লেখ করে তিনি বলেন, টিকা দেওয়ার পর সুরক্ষিত হতে আরও এক মাস সময় লাগে। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট (ধরন) আমাদের দেশেও এসেছে, এর সংক্রমণের ক্ষমতা ৫০ ভাগের বেশি। কাজেই এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি মেনে নিজেদের, পরিবার ও দেশকে রক্ষা করতে হবে।
মন্ত্রী বলেন, দেশে যখন করোনা নিয়ন্ত্রণে ছিলো, তখন সারাদেশের হাসপাতালে ১৫০০-এর মতো রোগী ছিলো। সংক্রমণ বাড়ায় বর্তমানে সারাদেশে চার হাজারের মতো রোগী হাসপাতালে ভর্তি আছে এবং প্রত্যেকদিন প্রায় চার হাজারের কাছে নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। এই হারে যদি রোগী বাড়ে, তাহলে হাসপাতালগুলোতে করোনা রোগীদের জায়গা দেওয়া কঠিন হয়ে যাবে।
Discussion about this post