হার্টবিট ডেস্ক
কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এতে মাত্র ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাচ্ছে।
শনিবার (১৯ জুন) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়।
কুড়িগ্রামে আকস্মিকভাবে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দ্রুততম সময়ের মধ্যে ফলাফল পেতে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করা হয়। এ টেস্টে প্রতিজনের জন্য খরচ পড়বে ২০০ টাকা।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রথমদিনে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ২৫ জনের নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হবে। এখন থেকে প্রতিদিন র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা টেস্ট অব্যাহত থাকবে।
Discussion about this post